শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস গ্রাম থেকে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও ফেন্সিডিলসহ চোরাকারবারী আটক


 মুজিবনগর থেকে:::মেহেরপুরের জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রাম থেকে ভারতীয় যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট ও ফেনসিডিলসহ সাইফুল ইসলাম (৩০) নামের এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার নিজ বাড়ি থেকে ৫০ হাজার পিস ভারতীয় যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট ও ৮০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম আনন্দবাস গ্রামের মৃত সদর মল্লিকের ছেলে। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে দুপুরে এস আই ইয়ামিন আলী,এ এস আই আবু তাহের,এ এস আই বিপ্লব,এ এস আই কালাম,এ এস আই রবিউল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সাইফুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার বাড়ির পার্শবর্তী একটি পাটখড়ির গাদার নিচ থেকে বস্তাবন্দি অবস্তায় ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান গ্রেপ্তারকৃত ব্যক্তির নামে চোরাচালান ও মাদকদব্য আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন