মুজিবনগর থেকে::: মেহেরপুরের
জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত জানবারীর ছেলে
শহিদুল ইসলামের বাড়ি থেকে বিপুল পরিমানে ভারতীয় ঔষুধ উদ্ধার করা হয়।
শুক্রবার বেলা ১১টার সময় ঔষুধ গুলো উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে
আটক করতে পারেনি পুলিশ। উদ্ধারকৃত ঔষুধের মূল্য ৩ লক্ষ ৩৫ হাজার টাকা হবে
বলে জানিয়েছে পুলিশ। মেহেরপুর জেলার মুজিবনগর থানা
র
অফিসার্স ইনচার্য কাজী কামাল হোসেন জানান, জয়পুর গ্রামের শহিদুলের বাড়িতে
বিপুল পরিমান ভারতীয় ঔষুধ রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এস.আই ইয়ামিন
আলী ও এ.এস.আই আবু তাহেরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ বাড়িতে অভিযান
চালানো হয়। এ সময় বাড়ির খাটের নীচ থেকে মুখ বন্ধ অবস্হায় দুটি বস্তা ভিতরে
২৮ হাজার পিচ cyproheptadine, ১৩ হাজার পিচ Nims-p, ৮ হাজার ৪০০ পিচ
Cenik-2,১৬ হাজার পিচ Dexame Thasone ও ৮০০ পিচ Diclocee ভারতীয় ঔষুধ
উদ্ধার করে।যার মোট পরিমান ৬২ হাজার ২০০ পিচ যার মূল্য ৩ লক্ষ ৩৫ হাজার
টাকা। তিনি আরো জানান জয়পুর গ্রামের শহিদুল ইসলাম এলাকার চিহ্নিত
চোরাকারবারী ও মাদক ব্যবস্যায়ী এবং এলাকায় আরো কয়েক জন চিহ্নিত চোরাকারবারী
ও মাদক ব্যবস্যায়ী রয়েছে তাদের ধরতে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে।শেষ খবর
পাওয়া পর্যন্ত শহিদুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন