বুধবার, ২ নভেম্বর, ২০১৬

মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রাম থেকে কপত কপতি আটক।

 
মুজিবনগর প্রতিনিধিঃ মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রাম থেকে অপ্রিতিকর অবস্থায় দু'জন কপত কপতিকে আটক করেছে বে রশিক গ্রামবাসি।
জানাগেছে গত রাত ১ টার দিকে মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা মেম্বার মোনাখালি গ্রামের মধ্য পাড়ার গুলনাহার বেগমের ছেলে সজিব একই গ্রামের পৃর্ব পাড়ার আশা মোল্লার মেয়ে সুমাইয়া কে নিয়ে সোমবার সোনাপুর মাঝপাড়া গ্রামের তার খালাত বোন জামায় মৃত ভৃলেন মন্ডলের বাড়িতে অবৈধ ভাবে রাত্রি যাপনের উদ্দেশ্য অবস্হান করে। গ্রামের লোকজন টের পেয়ে রাত্রি ১টার দিকে মৃত ভৃলেনের বাড়ি থেকে তাদের আটক করে। দিনভর বিভিন্ন নাটকের পর মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাজি কামাল হোসেনের মধ্যস্ততায় দুই পক্ষের অভিভাবকদের উপস্হিথিতে ১ লক্ষ ৫০ হাজার টাকা দেনমোহরে দুজনের বিয়ে দেওয়া হয়।এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার্স ইনচার্য কাজি কামাল হোসেন জানান ছেলে এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়াই ছেলে মেয়ে এবং তাদের অভিভাবকদের সম্মতিতে দুজনের বিয়ে দেওয়া হয়েছে এবং বর বধু কে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন