মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে বটগাছে পাতা পাড়তে গিয়ে নিচে পড়ে মারা গেছেন সিদ্দিকুর রহমান (৬০) নামের এক বৃদ্ধ। সোমবার বিকালে গ্রামের একটি মাঠে ছাগলে খাওয়ার পাতা পাড়তে গিয়ে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের সামসুদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, সিদ্দিকুর রহমান বিকালে বাড়ি থেকে ছাগলের জন্য বটগাছের পাতা পাড়তে মাঠে যান। বাড়িতে ফিরে না গেলে তাকে খোজাখুজি করা হলে ওই বটগাছের নিচে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন। এসসময় তার মুখ দিয়ে রক্তক্ষরণ হতেদখা যায় বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন