মেহেরপুর মুজিবনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। মুজিবনগর উপজেলা যুবউন্নয়ন অফিসার বিপ্লব কুমার কুন্ড, উপজেলা সমবায় অফিসার ফসিয়ার রহমান এসময় সেখানে উপস্থিত ছিলেন । সরকারী কর্মকর্তা কর্মচারী ও যুব উন্নয়নের প্রশিক্ষনার্থীরা র্যালী ও আলোসভায় অংশ নেয়। সভা শেষে ২৪ জন যুবদের মাঝে বিভিন্ন প্রকল্পের ৬লক্ষ ৫৪ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। মুজিবনগর উপজেলা প্রশাসান ও যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন