মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে সানোয়ারা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঐ বৃদ্ধার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। দুই এক দিন আগে গলাই ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, ৩০ বছর আগে সদর উপজেলার আশারাফপুর গ্রামে ধুলু নামের এক সন্তান নিয়ে স্বামী মোতালেবের
সাথে বসবাস করতেন সানোয়ারা। সন্তানের বয়স দুই বছর হতে না হতেই তাকে তালাক দেয় তার স্বামী। দুই বছরের সন্তানকে নিয়ে চলে আসেন দারিয়াপুর গ্রামে। ছেলের বয়স এখন ৩২ বছর। কিন্তু ছেলে তাকে দেখাশোনা করতেন না। পাড়া প্রতিবেশিরা দেখাশোনা করতেন তাকে। বেশ কিছুদিন আগে তার বাড়ির জমি টুকোও মসজিদকে দান করেছেন। গেল দুই একদিন ধরে তার আর খোঁজ মিলছিল না। সকালের দিকে ঐ বাড়ির সামনে থেকে গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা ঘরের মধ্যে আড়ার বাঁশের সাথে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। হতাশা থেকে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী বলেন, লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারের সময় লাশ থেকে গন্ধ বের হচ্ছিল। এ কারণে প্রাথমিক আলামতটি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়নি। তবে আমরা অপমৃত্যু মামলা করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি হত্যা না অত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান। কমপক্ষে দুই এক দিন আগে মহিলার মৃত্যু হয়েছে বলে ধারনা করছেন তিনি। দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল জানান, ওই মহিলার কোনো শত্রু ছিল বলে জানা নেই। তার ছেলেও অনেকদিন ধরে গ্রামের অন্যপাড়ায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। তিনি আরো বলেন, মহিলা মানসিক রোগী ছিলেন। এ কারণে আত্মহত্যা করে থাকতে পারেন বলে তার ধারণা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন