মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭

মুজিবনগরে বাক প্রতিবন্ধী ধর্ষনকারী ধর্ষক গ্রেপ্তার

Image may contain: one or more people and people standing মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুরে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণকারী খোকন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা গামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওই বাকপ্রতিবন্ধীর মা তার মেয়েকে সাথে নিয়ে নিজ গ্রাম মুজিবনগর উপজেলার মোনাখালী থেকে একই উপজেলার শিবপুর গ্রামে বাবার বাড়ি বেড়াতে যান। সন্ধ্যার দিকে ওই গ্রামের খোকন আলী বাকপ্রতিবন্ধীকে ফুঁসলিয়ে তার বাড়ি নিয়ে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় ওই বাকপ্রতিবন্ধীকে ঘরে আটকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে খোকন আলী। ধর্ষন শেষে ওই বাকপ্রতিবন্ধী রক্তাক্ত অবস্থায় নানার বাড়িতে গিয়ে তার মা ও মামিদের কাছে ইশারায় ঘটনার বর্ণনা দেয়। এঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজন খোকন আলীর বাড়িতে গেলে তার আগেই খোকন বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করে। ওই ঘটনায় রবিবার খোকন আলীল বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এ ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষ গোপন সংবাদের
ভিত্তিতে তাকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, ঘটনার পর  একমাত্র আসামি খোকন আত্মগোপন করে। তাকে গ্রেফতার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।এসআই মতিউর রহমান ও  এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
Image may contain: 5 people, people standing
Image may contain: 5 people, people standing

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন