শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭

৪৫ সিনেমা হলে বাপ্পি-পরী (হল লিস্ট)

ওয়াকিল আহমেদ পরিচালিত রোমান্টিক অ্যাকশন ছবি ‘কত স্বপ্ন কত আশা’। আগামীকাল ১৩ জানুয়ারি ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও পরীমণি।
ছবিটিতে আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সুব্রত, ডিজে সোহেল, চিকন আলীসহ অনেকে। সারাদেশে ৪৫টি সিনেমা হলে ‘কত স্বপ্ন কত আশা’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। পাঠকদের জন্য ছবিটির হল লিস্ট দেয়া হলো।
ঢাকার যেসব সিনেমা হলে ‘কত স্বপ্ন কত আশা’ মুক্তি পাচ্ছেঃ
বলাকা, চিত্রামহল, মধুমিতা, পূনম, পূরবী, শাহিন, সনি, জোনাকি, এশিয়া, গীত, পূর্ণিমা ও সৈনিক ক্লাব।
ঢাকার বাইরে যেসব সিনেমা হলে ‘কত স্বপ্ন কত আশা’ মুক্তি পাচ্ছেঃ
নিউ গুলশান (জিঞ্জিরা), রানীমহল (ডেমরা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), বি.জি.বি. (সিলেট), মনোয়ার (জামালপুর), কেয়া (টাঙ্গাইল), কল্লোল (মধুপুর), চাঁদ মহল (কাঁচপুর), উপহার (রাজশাহী), আলমাস (চট্টগ্রাম), পূরবী (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), লালমোহন (লালমোহন), ছায়াবানী (ময়মনসিংহ), মমতা (সিরাজগঞ্জ), রূপকথা (পাবনা), হ্যাপি (লক্ষ্মীপুর), মধুমতী (ভৈরব), মণিহার (যশোর), মধুমতী (কুমিল্লা), পালকী (চান্দিনা), হীরামন (নেত্রকোনা), কাকলী (শেরপুর), সেনা অডিঃ (সাভার), শাপলা (রংপুর), চিত্রালী (খুলনা), শঙ্খ (খুলনা), নবীন (মানিকগঞ্জ), বনানী (কুষ্টিয়া), সংগীতা (সাতক্ষীরা), আলিম (মঠবাড়িয়া), আলিম (খেপুপাড়া) ও লাবলু (আমতলা)।



সংগ্রহিত ঢালিউড২৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন