সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

মেহেরপুরের মুজিবনগরে ফেনসিডিল সহ এক মাদকব্যবসায়ী আটক।

  মেহেরপুরের  মুজিবনগরে পাঁচ বোতল ফেনসিডিলসহ আরাফাত হোসেন  (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। গত শনিবার বিকেলের দিকে জয়পুর গ্রামের থেকে তাকে আটক করা হয়। সে জয়পুর গ্রামের কামালউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেলে জয়পুর তারানগর তিন রাস্তার মেড়ে এস আই ইয়ামিন সঙ্গীয় এ এস আই বিপ্লব হোসেন অভিযান চালায়। এ সময় আরাফাত হোসেনের কাছ থেকে ৫বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। আরাফাত হোসেনের নামে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা সহ গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান মুজিবনগর থানা ইনচার্জ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন