মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭

মুজিবনগরে ২০ বোতল ফেন্সিডিল সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

চিত্রে থাকতে পারে: 4 জন ব্যক্তি
মেহেরপুরের মুজিবনগর থেকে ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল
৯ টার দিকে শিবপুর গ্রামের দক্ষিনপাড়া মসজিদের সামনের সড়ক থেকে তাদেরর আটক করা হয়। এ সময় তাদের শরীরে তল্লাশী চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো বাগোয়ান দরগাপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী রিজিয়া খাতুন (৩৫) ও মৃত অগিল শেখের মেয়ে কাঞ্চনমালা (৩০)। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, শিবপুর সড়কে ফেন্সিডিল নিয়ে দুই নারী মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই আবু তাহেরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে রিজিয়া খাতুন ও কাঞ্চনমালাকে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশী চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন