মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্ত থেকে ৫৭
হাজার ৫শত ৮৮ পিচ ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট সেনেগ্রা উদ্ধার করেছে।জয়পুর আন্তর্জাতিক
সীমানা পিলার ৯৭ নম্বর এলাকা থেকে ৬ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)আনন্দবাস
কোম্পানি কমান্ডার অভিযানে যৌন উত্তেজক ট্যাবলেট সেনেগ্রা উদ্ধার করা হয়। বিজিবি আনন্দবাস ৬ বর্ডার
গার্ড কোম্পানি কমান্ডার আব্দুল ছালামের সূত্রে জানা যায়, গত সোমবার বেলা ৩টার সময়
চোরাচালানিরা ভারত থেকে যৌন উত্তেজক ট্যাবলেট সেনেগ্রা সংগ্রহ করে সীমান্ত এলাকায়
গচ্ছিত করে। তিনি বলেন, ভারত থেকে নিয়ে এসে ওই ট্যাবলেট গুলো দেশের বিভিন্ন স্থানে
পৌঁছে দেওয়ার লক্ষ্যে চোরকারবারিরা সেখানে রেখে যেতে পারে বলে ধারণা করছেন
তিনি। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার সফিকুলের
নেতৃত্বে সীমান্তের জয়পুর আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭ নম্বর মাঠে অভিযান চালানো
হয়।এ সময় পরিতাক্ত অবস্থায় ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট সেনেগ্রা উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধারকৃত ট্যাবলেটের মূল্য ৫৭ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা
বলে ধারণা করছে বিজিবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন