বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭

মেহেরপুরের মুজিবনগর মহিলা কলেজে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতারণ !!

মেহেরপুরের মুজিবনগর মহিলা কলেজে একাদশ শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার বিজ্ঞান, বানিজ্য ও মানবিক বিভাগের কৃতী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে কলেজ হলরুমে সাবেক উপজেলা অওয়ামীলীগের সাধারন সম্পাদক ও অত্র কলেজের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ কৌশিকুল ইসলাম মোল্লা, কলেজ কমিটির সদস্য আনিছুল ইসলাম মোল্লা, প্রভাষক আরিফুল ইসলাম ও হাসান জমিলুর রেজা প্রমুখ। শাখা ভিত্তিক ইয়াসমিন বিজ্ঞান, রাজিয়া খাতুন বানিজ্য ও জান্নাতুল ফেরদৌস মানবিক বিভাগে ১ম স্থান পাওয়াই পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র কলেজের প্রভাষক ইকবাল রেজা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন