শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

চাকুরী জাতীয় করণের দাবিতে মেহেরপুরে নকল নবীসদের কর্মবিরতী চলছে

Image may contain: people standing, outdoor and one or more people
চাকুরী জাতীয় করণের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে মেহেরপুর জেলার এক্সট্রা মহুরাদের কর্ম ও কলম বিরতী চলছে। গত রোববার থেকে শুরু হওয়া এ আন্দোলনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে মুজিবনগর স্মৃতি সৌধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর উপজেলা নকলনবীস অ্যাসোসিয়েশন সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিটি সভাপতি এম.আর হিরন। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের কর্মরত এক্সট্রা মহুরারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী এ কর্মসুচী চলবে বলে জানান বক্তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন