রবিবার, ৬ নভেম্বর, ২০১৬

মুজিবনগরে মাইক্রো চালক সহ পাঁচ জন আহত


Image may contain: car, outdoor and nature
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে এক ভয়াবহ মাইক্রো দূর্ঘটনা ঘটেছে।শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের কয়েক পরিবারের সদস্য/সদস্যা মাইক্রো যোগে ইব্রাহিমপুর পার্ক এ পিকনিকে যায়।পিকনিক থেকে ফেরার পথে বল্লভপুর গ্রামে পোচ্ছালে মাইক্রোর স্টিয়ারিং কেটে যায়, চালক নিমন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে যাত্রী সহ মাইক্রোটি এক গভীর গর্তে পরে যায়। এ দূর্ঘটনায় চালক সহ পাঁচ জন আহত হয়।আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন