শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

মেহেরপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।


যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ করেছে মেহেরপুরে জেলা যুব লীগ। জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চলনায় জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুরের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু।সদস্য সেলিনা আক্তার বানু বলেছেন, যুবকরা দেশের সম্পদ। তাদের অনেক দায়িত্ব নিতে হবে ও ত্যাগ স্বীকার করতে হবে। বঙ্গবন্ধু কন্য, দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে যুবলীগকে সততার সাথে কাজ করতে হবে।প্রধান বক্তা ছিলেন মেহেরপুর জেলা আ.লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন।বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আ.লীগের উপদেষ্টা আশকার আলী, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা আ.লীগের সভাপতি গোলাম রসুল, গাংনী উপজেলা সভাপতি সাইদুজ্জামান খোকন, পৌর সাধারণ সম্পাদক আক্কাস আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক লাভলি ইয়াসমিন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম শান্তি, সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখস, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, গাংনী সভাপতি মোসারোফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, পৌর সভাপতি শেখ কামাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন