সোমবার, ২১ নভেম্বর, ২০১৬

"শিশু নির্যাতন বন্ধ করুন, এখনি” এ প্রতিপাদ্যে মুজিবনগরে বিশ্ব শিশু দিবস পালিত।

মুজিবনগরে বিশ্ব শিশু দিবস পালিত
"শিশু নির্যাতন বন্ধ করুন, এখনি” এ প্রতিপাদ্যে মেহেরপুরের মুজিবনগরে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার অফিস চত্বর থেকে উপজেলা সমাজসেবা অফিসার তৈাফিকুর রহমানের নেতৃত্বে একটি র্যালি বের
হয়। র্যালিটি মুজিবনগর সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে গুড নেইবার্স বাংলাদেশ’র মেহেরপুর প্রজেক্ট অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রকল্পের শিশু পরিষদের সভাপতি কামরুন নাহার। প্রধান অতিথির ছিলেন মেহেরপুর জেলা উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক রফিকুল উল-আলম। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ম্যানেজার অখিল বাড়ৈ। এনজিওর কান্ট্রিডিরেক্টরের ম্যাসেজ পড়ে শোনান প্রকল্পের হেলথ্ অফিসার শরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাফিউল ইসলাম । র্যালি ও আলোচনা সভায় সুবিধাভোগী ৩শত ৫০ জন স্পন্সার ছাত্র-ছাত্রৗরা অংশ নেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন