শনিবার, ২২ অক্টোবর, ২০১৬


মেহেরপুর-মুজিবনগর সড়কের কেদারগঞ্জ বাজারের হাটের পাশ থেকে ২৬ শতক সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক পরিমল সিংহের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে দখলকৃত খাস জমি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মোল্লা খাস জমিটি দখল করে চাষ করে আসছিলেন। উদ্ধারকৃত জমির মূল্য অর্ধ কোটি টাকা বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রমাসক পরিমল সিংহ জানান, বছর দুয়েক ধরে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা সরকারী খাস খতিয়ানের ২৬ শতক জমিটি অবৈধ দখলে নেন। পরে জমির চারপাশে বেড়া দিয়ে সেখানে কলার আবাদ করতেন। এলাকাবাসী বিষয়টি মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেময়াতে উদ্দিনকে অবহিত করে। আজ বিকেলে সেখানে অভিযান চালায় জেলা প্রশাসনের একটি দল। জমিতে থাকা কলাগাছ কর্তন করে জমিটি দখলে নেয়া হয়। পরে সেখানে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কমৃকর্তা
হেময়াতে উদ্দিন, বাগোয়ান ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইউসুফ আলী, উপজেলা ভূমি অফিসের নাজির হামিদুলইসলাম প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন