বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

আগামী ১৩ এপ্রিল থেকে মুজিবনগর কমপ্লেক্সে দর্শানার্থীদের প্রবেশ নিষেধ


আগামী ১৭ এপ্রিল পালিত হবে ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে পালন করা হবে নানা কর্মসূচী। সকাল ৯ টার সময় জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর কমপ্লেক্সে আয়োজন করা হবে আলোচনা সভার। সভাপতিত্ব করবেন স্বাস্থ্য মন্ত্রী মোহামম্মদ নাছিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। বিশেষ অতিথি থাকবেন যুগ্ম সম্পাদক মাহাবুবুল হক হানিফ। সন্ধ্যা থেকে শুরু হবে দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের খ্যাতিনামা শিল্পী মমতাজ পারভিন, বারী সিদ্দিকীসহ দেশের নামিদামি শিল্পীরা। অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কমপ্লেক্সে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়। ফলে আগামী ১৩ এপ্রিল থেকে মুজিবনগর কমপ্লেক্সে প্রবেশ করতে দেওয়া হবে না কোন দর্শনার্থী। এছাড়াও প্রবেশ করতে পারবেনা সাধারণ মানুষ।বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, পহেলা বৈশাখ ও ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এ উপজেলায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কোন অপ্রিতকর ঘটনা এড়াতে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।

রবিবার, ২৬ মার্চ, ২০১৭

আজ ২৬ মার্চ।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।


আজ ২৬ মার্চ। বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহঙ্কারের দৃপ্ত শপথের দিন আজ। ভয়াল ‘কালরাত্রি’র পোড়া কাঠ, লাশ আর জননীর কান্না নিয়ে রক্তে রাঙা নতুন সূর্য উঠেছিল ১৯৭১ সালের ২৬ মার্চ। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি।আজ থেকে ৪৬ বছর আগের ঠিক এমনি এক ভোররাতে পাক বাহিনীর গণহত্যার বিরুদ্ধে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। শত্রুসেনাদের বিতাড়িত করতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার বঙ্গবন্ধুর ডাকে জীবনপণ সশস্ত্র লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি। ঘোরতর ওই অমানিশা ভেদ করেই দেশের আকাশে উদিত হয় স্বাধীনতার চিরভাস্বর সূর্য। বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়েছিল একাত্তরের আজকের এই দিনে। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত মহার্ঘ স্বাধীনতার ৪৬তম বার্ষিকী। ১৯৭০-এর নির্বাচনে জয়ী আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায় পাকিস্তানি সামরিক জান্তা। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের আঁধারে পাকিস্তানি হানাদাররা শুরু করে ইতিহাসের সবচেয়ে বর্বরতম গণহত্যা। জাতির এ ক্রান্তিলগ্নে ২৬ মার্চের শুরুতেই বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন দেশের স্বাধীনতা। ডাক দেন সশস্ত্র মুক্তিযুদ্ধের। একাত্তরের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে অর্জিত হয় মুক্তিযুদ্ধের মহিমান্বিত বিজয়। মহান স্বাধীনতার এদিনে আমরা স্মরণ করছি জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং পাকিস্তানি হানাদারদের দ্বারা নিগৃহীত দুই থেকে তিন লাখ মা-বোনকে।
রাষ্ট্রপতির বাণী
বাণীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দেশবাসী ও প্রবাসে বসবাসরত বাংলাদেশের সকল নাগরিককে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় দিন। বহু ত্যাগ-তিতিক্ষা এবং দীর্ঘ ন’মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্যে পৌঁছতে দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। রাষ্ট্রপতি স্বাধীনতার এ মহান দিনে দেশের সামগ্রিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে দেশ-বিদেশে বসবাসরত সকল নাগরিককে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর বাণী
বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এই অর্জনকে অর্থপূর্ণ করতে সবাইকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে, স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সংবিধান, গণতন্ত্র ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বানচাল করতে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং গণতন্ত্রবিরোধী শক্তির ষড়যন্ত্র এখনও চলছে। দেশবাসীকে স্বাধীনতা, গণতন্ত্র ও দেশবিরোধী যে কোনো অপতত্পরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
স্বাধীনতা দিবসে ঐক্য কামনা করেছেন এইচএম এরশাদ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক বিবৃতিতে জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ দেশবাসীকে অভিনন্দন জানানোর পাশাপাশি সবার ঐক্য কামনা করেছেন।
স্বাধীনতা দিবসে জাতীয় পার্টির (জেপি) শুভেচ্ছা
জাতীয় পার্টির-জেপি চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব শেখ শহীদুল ইসলাম ৪৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং দখলদার পাকিস্তানিদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামের আহ্বান জানান। পরবর্তীতে নয় মাসের গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ হানাদার মুক্ত হয়।
বিবৃতেতে তারা বলেন, আজকের এই দিনে আমরা তাই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি সেইসব অকুতোভয় বীর সন্তানদের; যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে সমর্থ হয়েছিল। কিন্তু
স্বাধীনতার ৪৩ বছর পরও আমরা ক্ষুধা, দারিদ্র্যতা, নিরক্ষরতা, বুদ্ধিহীনতার গ্লানি থেকে মুক্তি পাইনি। একাত্তরের মুক্তিযুদ্ধের সেই চেতনাকে আবারও ধারণ করে ঐক্যবদ্ধভাবে এই গ্লানি হতে মুক্ত হওয়ার সংগ্রামে ঝাপিয়ে পড়ার জন্য নেতৃদ্বয় দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বিরোধী দলীয় নেতার বাণী
বাণীতে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সুশাসন ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিনি দেশবাসী ও প্রবাসে বসবাসরত বাংলাদেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি জাতীয় জীবনে এ শুভ মুহূর্তে পারস্পরিক হিংসা-বিদ্বেষ ভুলে সবার সম্মিলিত ও সর্বাত্মক প্রচেষ্টায় দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়ার কাজে এগিয়ে আসারও আহ্বান জানান।
বিএনপি নেত্রীর বিবৃতি
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল সোনালী দিন। এদিনে বিশ্ব মানচিত্রে দেশমাতৃকার স্বাধীন সত্তা ফুটে উঠেছিল। আজকের এইদিনে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শনিবার, ২৫ মার্চ, ২০১৭

জেলা পরিষদের সদস্য শাহীনের বিচারের দাবীতে মুজিবনগরে প্রতিবাদ সভা ও মানববন্ধন

মেহেরপুর জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শাহীন তার নিজ গাড়ীতে জাতীয় পতাকা লাগিয়ে পতাকার অবমাননা করার দায়ে সুষ্ট বিচারের দাবীতে মুজিবনগরে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে ইউপি সদস্য সহ স্থানীয় জনগন।বৃহঃপ্রতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন চলে। মুজিবনগর উপজেলার সামনে বাগোয়ান ইউপি ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ফিতাজ মল্লিকের নেতৃত্বে মানবন্ধনে যোগ দেন বাগোয়ান ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য দিলিপ মল্লিক,৩নং ওয়ার্ড সদস্য সোহরাব হোসেন৫নংওয়ার্ড সদস্য কমরউদ্দীন সেলিম ৬নং ওয়ার্ড সদস্য সংকর বিশ্বাস,৮নং ওয়ার্ড সদস্য আনারুল ইসলাম,সাবেক ৭নং ওয়ার্ড সদস্য সোনাল উদ্দীনসহ কৃষক, শ্রমিক সাধারন মানুষ এতে অংশ নেন। উক্ত মানববন্ধনে সকলের দাবী শাহীনের নামে ভুয়া মেজর পরিচয়ের অনেক অভিযোগ আছে, পুনরায় সে গাড়ীতে পতাকা লাগিয়ে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়িয়েছে এমন অভিযোগ আছে। তার এত বড় স্পর্ধা প্রধানমন্ত্রি শেখ হাসিনার সাথে তুলনা করেন। সে কিনা বলে প্রধানমন্ত্রী যদি গাড়ীতে পতাকা লাগাতে পারে আমি কেন পারবো না,মুন্ত্রীরা যদি পতাকা লাগায় তাহলে আমিও পতাকা লাগাবো। এমন এক প্রতারক, ভন্ড চরিত্রহিন শাহীনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানানো হয়। উল্যেখ্য! গত ২২ই ফেব্রুয়ারী জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দীন তার নিজ গাড়ির ষ্টান্ডে পতাকা লাগিয়ে জেলা পরিষদের দিকে যাচ্ছিল সে অবস্থায় কেদারগন্জ বাজারে অবস্থিত এফ এম বাজারের সিসি ক্যামরায় ধরা পড়ে। প্রকাশ থাকে যে মেহেরপুর জেলা পরিষদ সদস্য শাহিনের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় মুজিবনগরে গত ১৮মার্চ দৈনিক আকাশ খবর পত্রিকা না পেয়ে ফটোকপির দোকানে ভীড়
Image may contain: 13 people, people standing, crowd and outdoor

সোমবার, ১৩ মার্চ, ২০১৭

সাংবাদিকদের সাথে মুজিবনগর থানা পুলিশের মতবিনিময় সভা

Image may contain: 6 people, people sitting and indoor
মুজিবনগর উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষে সাংবাদিকদের সাথে মুজিবনগর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যার দিকে মুজিবনগর থানা সম্মেলন কক্ষে মুজিবনগর থানা পুলিশ ওই মতবিনিময় সভার আয়োজন করে। মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক, সাধারন সম্পাদক শেখ সফি, সহসভাপতি রেজাউল করিম রেজা,হাসান মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক ফরহাদ হোসেন দপ্তর সম্পাদক শাকিল রেজা ও সাংগঠনিক সম্পাদক সোহাগ মন্ডল প্রমুখ। উল্লেখ্য, ইতিপৃর্বে মেহেরপুর পুলিশ সুপার আনিসুর রহমার মেহেরপুর জেলাকে আগামী ৩মাসের মধ্যে মাদক মুক্ত করার ঘোষনা দেন।
Image may contain: 7 people, people sitting and indoor















মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযান আটক পাঁচ : ভ্রাম্যমান আদালতে সাজা

Image may contain: 7 people, people standing
মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযানে রবিবার সকালে বিভিন্ন জাগা থেকে পাঁচ জনকে আটক করে পুলিশ। আটক কৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন এরকাছে নেশা ছাড়ার অঙ্গীকার করলে মাদকদব্য আইনের ১৯৯০ সালের ৭( ২) ধারায় ৪জনের কাছ থেকে নগত ১০০০টাকা করে জরিমানা ও ১ জনকে ১৫ দিনের সাজা দেন।সাজা প্রাপ্তরা হল আনন্দবাস গ্রামের কাইদারের ছেলে পিন্টু (২৮) কে ১০০০টাকা,ছাফুর ছেলে বাবুল (২৬) কে ১০০০ টাকা,একই গ্রামের মৃত হেকমতের ছেলে রিপন (২৭) কে ১০০০ টাকা এবং বাগোয়ান গ্রামের দরগাপাড়ার মৃত আমির গাজির ছেলে আশাদুল (৩৭)কে ১০০০ টাকা  মৃত হেকমতের ছেলে আলমগীর (৩৫)কে ১৫ দিনের জেল জরিমানা করে। মুজিবনগর থানা ইনচার্য কাজী কামাল হোসেন জানান গত ৯ মার্চ থেকে সারা দেশে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত চলছে। চলবে আগামী ১৮ তারিখ পর্যন্ত।

মুজিবনগরে তথ্য অধিকার আইন বিষয়ক জন অবহিতকরন সভা অনুষ্ঠিত

Image may contain: one or more people, people sitting, table and indoor
মুজিবনগরে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে ৩টার দিকে মুজিবনগর উপজেলা অডিটরিয়াম হল রুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সচিব তথ্য কমিশন মো: রফিকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুজিবনগর থানার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাষক (সার্বিক) রাশিদুল মান্ন্াফ কবির, মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন কুমার, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। বক্তব্য রাখেন কৃষি অফিসার মুহাঃ মোফাক্খারুল ইসলাম, মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রমুখ। উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্ত/কর্মচারী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক নেত্রীবৃন্দ। সঞ্চালনায় ছিলেন সমাজ সেবা অফিসার তৈফিকুর রহমান।

মুজিবনগরে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Image may contain: 4 people, people sitting
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষন করেছে মাজেদুল হক নামের এক বখাটে। ধর্ষিত শিশুটি সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রী। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। বখাটে মাজেদুল সোনাপুর গ্রামের শাহাবদ্দিন আলীর ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার সময় মাজেদুল শিশুটিকে বকরমের (এক ধরণের ডাল) ফল খাওয়ালো লোভ দেখিয়ে মাঠের মধ্যে একটি ভাঙা ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করে মাজেদুল। রক্তাক্ত অবস্থায় শিশুটি চিৎকার করলে ধর্ষক পালিয়ে যায। আশে পাশের লোকজন শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়। পরে শিশুটির বাবা মা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিক উন নবী সিয়াম জানান, প্রাথমিক লক্ষন দেখে মনে হয়েছে শিশুটিকে ধর্ষন করা হয়েছে। পরীক্ষার পর বিষয়টি পরিস্কার হবে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। তবে মেয়ের পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেননি। ধর্ষিতার পিতা জানান, গ্রামের মোড়লদের চাপে থানায় জানানো হয়নি। তারা বিচার করার আশ্বাস দিয়েছে। ঠিকমত বিচার না করলে মামলা করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির অভিষেক অনুষ্ঠান/১৭ অনুষ্ঠিত

Image may contain: 1 person, on stage
বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির অভিষেক অনুষ্ঠান/১৭ মুজিবনগর কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে মেহেরপুর জেলা পরিবেশক সমিতির আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম রসুল এবং প্রধান আলোচক ছিলেন জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোঃ জয়নাল আবেদীন। বাংলাদেশ দক্ষিণ- পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির চেয়ারপার্সন এবং মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান, বাংলাদেশ ভোগ্য পণ্য পরিবেশক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ মোস্তফা কামাল, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম পেরেশান। অরণীর সভাপতি নিশান সাবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ভোগ্য পণ্য পরিবেশক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার জিহাদুল হক, নাটোর জেলা পরিবেশক সমিতির সভাপতি ফরমান খাঁন সৈকত, টাঙ্গাইল জেলা পরিবেশক সমিতির সভাপতি মোঃ আলম, ফরিদপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি নবীন চৌধুরী, মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি এবং বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির সদস্য সচিব মোঃ হাশেম আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- জন্ম দিলেন যেমন মা- বাবা হওয়া যায়না। তেমনি শিল্পপতিরা পণ্য উৎপাদন করলেই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায় না। দেশের বিভিন্ন জেলায় পণ্য আমদানী- রপ্তানী করেন পরিবেশকরা। ওষুধ শিল্পের সাথে তুলনা করে তারা আরো বলেন- অন্যান্য পণ্য পরিবেশকরা কেন সুবিধা বঞ্চিত হবেন। এক মুরগী দু’বার জবাই করা যাবেনা। ভ্যাট কেবল মাত্র কোম্পানির মালিক পক্ষ দেবেন। পরিবেশকরা কেন দেবেন ? দেশের বিভিন্ন জেলার পরিবেশকদের এক হয়ে দাবি আদায়ের সংগ্রাম করতে হবে। দেশ স্বাধীনের মত আবারো বাংলাদেশের প্রথম রাজধানী এই মুজিবনগরের মাটি থেকে পরিবেশকদের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম করতে হবে। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এর আগে অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মেহেরপুরের পরিবেশক সমিতির সদস্যবৃন্দ. বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চালের ৩৭ জেলার পরিবেশক সমিতির সভাপতি-সম্পাদকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
Image may contain: 6 people, people standingImage may contain: 7 people, people standing